করোনার আতংকের মাঝেও মানুষের পাশে থেকে সর্বক্ষণ সেবা দিয়ে যাচ্ছেন পৌর প্যানেল মেয়র শাহজাদা মিজান

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ (বোয়ালখালী প্রতিনিধি), করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে চলছে মহামারি দূর্যোগ। এতে করে দেশব্যাপী একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলিই বেশি কষ্টের মধ্যে দিন পার করছেন। এই কষ্টের দিন কবে শেষ হবে তা জানা নেই কারোই। সরকারি নির্দেশনা রয়েছে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য। যার ফলে কাজ করতে না পেরে খেটে খাওয়া মানুষগুলিকে দূর্ভোগে পড়তে হয়। আর এই দূর্ভোগে পড়া মানুষের জন্য সরকার দেশব্যাপী বিনামূল্যে খাদ্যদ্রব্য দিয়ে যাচ্ছেন। আর এই ত্রাণ সামগ্রি পৌরবাসির কাছে নিষ্ঠার সাথে পৌছে দিচ্ছেন পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাদা এস এম মিজানুর রহমান। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অক্লান্তিকভাবে যখনি যেদিক থেকে ডাক আসছে মুহুর্তেই সেখানে ছুটে চলেছেন। সরকারের দেয়া ত্রাণ সামগ্রি ছাড়াও নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও ত্রাণ সামগ্রি দিচ্ছেন। সারাদিনের ক্লান্তির মাঝেও সাধারণ মানুষের মুখে তৃপ্তির হাসি দেখে এবং তাদের সেবা করতে পেরেই যেন সবক্লান্তি দুর হয়ে যায় মুহুর্তের মাঝে এমনটিই জানালের তিনি।

জানতে চাইলে শাহজাদা এস এম মিজানুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য, মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। করোনা ভাইরাস থেকে দেশবাসিকে রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পদেক্ষেপ নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের অক্লান্ত পরিশ্রম, পরামর্শ, দিকনির্দেশনা অনুযায়ী গৃহবন্দি মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রি পৌছে দেয়ার যে দায়িত্ব আমাকে দিয়েছেন পৌরবাসির সেবক হিসেবে তা যথাযতভাবে পৌছে দেয়ার চেষ্টা করে যাচ্ছি। জন্ম যখন হয়েছে তখন একদিন মরতেও হবে, তাই যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। তাছাড়া তিনি সকলকে ঘরে সুস্থ ও নিরাপদে থেকে সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ জানান। দেশের যে কোন দূর্যোগ মুহুর্তে এভাবে যদি সকল জনপ্রতিনিধিগণ সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেন তাহলে কোন মানুষই অনাহারে মরবেনা এমনটাই প্রত্যাশা জনসাধারণের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]