কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটককে ধর্ষণ
ঢাকা থেকে স্বামীর সাথে কক্সবাজারে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। সমুদ্র সৈকতে ধাক্কাধাক্কির ঘটনায়কে কেন্দ্র করে ওই গৃহবধুকে অপহরণ করে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।বুধবার রাতে সৈকতের একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
ধর্ষণের স্বীকার গৃহবধু জানান, সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে স্বামী ও সন্তানকে নিয়ে হাঁটছিলেন তারা। এসময় মার্কেটে ভিড়ের মাঝে একজনের সাথে তার স্বামীর ধাক্কা লাগে। এজন্য সাথেসাথেই দুঃখপ্রকাশ করেন তিনি।
তবে, কৌশলে ওই দম্পতির সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এক পর্যায়ে সন্তান এবং স্বামীকে হত্যার ভয় দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ওই গৃহবধূকে। পরে একটি হোটেলে নিয়ে তাকে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়।
খবর পেয়ে হোটেলে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে র্যাব। আটক করা হয় হোটেলের ম্যানেজারকে। ধর্ষকদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার।