কক্সবাজারে “আওয়াজ” এর আত্মপ্রকাশ 

Share the post
এমকে আজাদ, কক্সবাজারঃ নারীদের পথচলা মসৃন করতে, সমাজ উন্নয়ন- সংস্কার ও সমাজের বিভিন্ন অসংগতিতে আওয়াজ তুলতে কক্সবাজারে আত্নপ্রকাশ হলো নারী সাংবাদিক, কবি- সাহিত্যিক ও সংগঠকদের সংগঠন “আওয়াজ”।
১১ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো কক্সবাজারের অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা। তিনি বলেন ” নারীদের এ সমাজের জন্য অনেক কিছু করার আছে৷ সঠিক সুযোগ ও সহযোগিতা না পাওয়াতে তারা সেই কাজগুলো করতে পারছে না।
তরুনদের এ সংগঠন একদিন এ সমাজের উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।”
সভায় বক্তব্য রাখেন সংগঠক, কবি ও কক্সবাজার পৌরসভার সমাজ উন্নয়ন কর্তকর্তা শামীম আকতার। তিনি বলেন “তরুণরাই পারে সমাজের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে। সমাজটাকে নতুন করে সাজাতে। “আওয়াজ” নরীদের কন্ঠস্বরকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এসময় উপস্থিত সকলের সম্মতিতে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ১৬ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ঘোষনা করা হয়।
প্রধান উপদেষ্টা হলেন প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, উপদেষ্টাবৃন্দ হলেন সংগঠক, কবি ও কক্সবাজার পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতার, শিক্ষক ও কবি- সাহিত্যিক ফোরকান আরা জোৎস্না, শিক্ষক ও কবি- সাহিত্যি কানিজ ফাতেমা, সংগঠক- লেখিকা ও প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক হাসনা হুরাইন আইরিন, সাংবাদিক ও সংগঠক দীপক শর্মা দীপু ও সাংবাদিক- সংগঠক আজিম নিহাদ।
১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি সাংবাদিক- সংগঠক আইরিন আকতার, সহসভাপতি- কবি ও সংগঠক কুলসুমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লেখক ও সংগঠক উম্মে সাদিয়া হোসেন সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক উম্মে হাবিবা শিরু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রোকসানা আক্তার সুমি, সহ সাংগঠনিক সম্পাদক সংগঠক শাহরিয়া আলম শেখলা, অর্থ সম্পাদক সাংবাদিক আফজারা রিয়া, দপ্তর সম্পাদক সাংবাদিক মুমতাহিনা মাহি, প্রচার সম্পাদক সাংবাদিক মায়েশা আনকিছ, সংস্কৃতি ও প্রশিক্ষণ সম্পাদক সাংবাদিক নাবিলা নাওয়ার, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক রোমানা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক তাসলিমা হোসেন নিলিমা, পরিবেশ ও সমাজ কল্যান সম্পাদক সংগঠক নওশীন নাওয়ার, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক সাংবাদিক রোদসী হোসাইন হৃদি, ম্যাগজিন সম্পাদক সংগঠক মাহিয়া রহমান। সদস্য সাংবাদিক ইয়াছমিন আক্তার মুন্নি, সাংবাদিক মৈত্রী চক্রবর্তী ও সংগঠক নবনীতা শীল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক..!

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি”কক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। ২৩ জুলাই বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন। সিয়াম-উল-হক জানান, গত রোববার […]

টেকনাফের ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি..

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি’: কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ। তিনি জানান, […]