এসএসসি, এইচএসসি পরীক্ষা অনলাইনে নেয়ার কথা ভাবছে সরকার

Share the post

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সশরীরে না নিয়ে বিকল্প পদ্ধতিতে কীভাবে নেয়া যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকার আহ্বানও জানান মন্ত্রী। করোনার কারণে গতবছরের ১৭ মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। গতবছর এইচএসসি পরীক্ষাও বাতিল হয়েছে।

এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নিয়েছে মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর, ৬০ দিন ক্লাস নিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস নিয়ে এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। তবে, করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠান খুলতেই পারছে না মন্ত্রণালয়। এ অবস্থায় সশরীরে পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে পরীক্ষার নেয়ার বিষয়ে ভাবছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে কমিটিও।শিক্ষামন্ত্রী দীপু মনি ইন্ডিপেনডেন্টকে জানান, করোনা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ফলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সশরীরে নেয়া যাবে কি না সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। সশরীরে পরীক্ষা নেয়ার বিকল্প আছে কি না সেটাও ভাবা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরো জানান, গত ১৩ মে খোলার প্রস্তুতি থাকলেও করোনা পরিস্থিতি কারণে সম্ভব হয়নি। সংক্রমনের হার নিয়ন্ত্রণে আসলে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে খোলা সম্ভব নয়। কোমলমতি শিশুদের ঝুঁকিতে ফেলে দেয়ার মতো সিদ্ধান্ত সরকার নিবে না।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইইআরের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান জানান, যেভাবেই মূল্যায়ন হোক, তা যেন শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হয় সেই বিষয়টি ভাবতে হবে। বার বার অটোপাশ দেয়া উচিত হবে না। শিক্ষার্থীরা যেন সব সময় পড়াশোনার সঙ্গে থাকেন, সেদিকে অভিভাবকেদর নজর রাখার আহ্বানও জানান এই শিক্ষা গবেষক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে পোশাককর্মীর পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Share the post

Share the post আশিকুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বেলাবতে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এবার রায়পুরা উপজেলায় ৩ সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। পরপর এধরণের ঘটনায় জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। তবে বেলাব এর ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন […]

চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

Share the post

Share the postইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের আয়োজনে শনিবার (১৫ মার্চ) বিকেলে মাঝাটোলা গ্রামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। কোরআন […]