এনসিপি নেতাদের ওপর নিউইয়র্কে  হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আজ যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এসময় এনসিপি নেত্রী তাসনিম জারাও হামলার শিকার হন। এ ঘটনা ঘিরে প্রবাসী অঙ্গনসহ দেশের রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।
আজ এনসিপি এক জরুরি প্রতিক্রিয়ায় আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দলটির অভিযোগ, আওয়ামী লীগ এ ঘটনার সঙ্গে জড়িত। দোষীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সরকারের ব্যর্থতার দায় নিরূপণের দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে দলটি সারাদেশে বিক্ষোভসহ কর্মসূচি ঘোষণা করেছে।
এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, আক্কাস মীর, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, সাহিল আহমদ, বিন ইয়ামিন, মুজিবুর রহমান, জয়ন্তী বিশ্বাসসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক ভিন্নমতের মানুষকে হামলার শিকার হতে হচ্ছে—এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবীনগরে অস্ত্রসহ একজন আটক

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার ২ অক্টোবর ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ভোর ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত নবীনগর থানার ওসি শাহীনূর ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। […]

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশু তামিমের মৃত্যু হয়েছে। শিশু তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের মেহেরুল ইসলামের পুত্র। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শিশু তামিমকে ভিমরুলে কামড়ালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফার্মেসিতে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে দুপুর ২ টার দিকে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য […]