একে একে বেরিয়ে আসছে পাপিয়ার নানা পাপ

একে একে নানা অপরাধে যুব মহিলা লীগের বহিষ্কৃত সদস্য পাপিয়ার সংশ্লিষ্টতা বেরিয়ে আসছে। র্যাব বলছে, তার পেছনে রয়েছে মাসল পাওয়ার। তবে বিভিন্ন গণ ও সামাজিক মাধ্যমে উঠে আসা পাপিয়ার সঙ্গে মন্ত্রী ও এমপিদের সখ্যের খবরের বিষয়ে মন্তব্যে সতর্ক র্যাব।
নানা মহলে এখন আলোচিত পাপিয়া যুব মহিলা লীগের দাপুটে এ নেত্রীর নামের পাশে জড়িয়ে দখলদার, প্রতারণা, যৌনকর্মী সরবারহকারীসহ নানা তকমা।
ক্ষমতাসীনদের ছত্রছায়ায় অন্ধকার জগতের সম্রাজ্ঞী হয়ে ওঠেন এ নারী। র্যাবের হাতে আটকের পর, একে একে বেরিয়ে আসছে নানা অপরাধে তার সংশ্লিষ্টতা। র্যাব বলছে, তার পেছনে রয়েছে মাসল পাওয়ার।
তবে বিভিন্ন গণ ও সামাজিক মাধ্যমে উঠে আসা, পাপিয়ার সঙ্গে মন্ত্রী ও এমপিদের সখ্যতার খবর বিষয়ে মন্তব্যে সতর্ক র্যাব।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, এটি মাত্র শুরু, পাপিয়াদের মতো অপরাধীদের বিচার, নিজের ঘর থেকে শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপিতেও এমন হাজারো অপরাধী আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।