ঈশ্বরদীতে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত
মহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার
মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একই
পরিবারের স্বামী, স্ত্রী ও শিশু সন্তান রয়েছে। দূর্ঘটনায় আরও দুইজন
গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২০
মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে
মল্লিকা এগ্রো ফুডের সামনে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবু
প্রামানিকের ছেলে মোঃ রাব্বী (৩৫), তার স্ত্রী মোছাঃ মুক্তা (২৫) ও
তাদের শিশু সন্তান মোস্তাকিম (১৮ মাস)। এছাড়াও ঝিনাইদহ জেলার
শৈলকুপা উপজেলার রতিডাঙা গ্রামের আশরাফুলের ছেলে রাতুল (৩০) এবং
সিএনজি চালক তোহা। অপর দিকে গুরুতর আহত ২ জনকে উন্নত
চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল
ইসলাম শহীদ জানান, যাত্রীবাহী বাসটি পাবনা থেকে ঈশ্বরদীর দিকে
যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদী থেকে পাবনার দিকে
যাচ্ছিল। এই সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ
হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। পরে রাজশাহী মেডিকেলে
নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনা আরও দুইজন গুরুতর
আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।