ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র বিশ্ব ইন্টার্যাক্ট সপ্তাহ ২০২০ইং উদযাপনের শুভ সূচনা
আবির আহমেদ (কুমিল্লা প্রতিনিধি): ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র বিশ্ব ইন্টার্যাক্ট সপ্তাহ ২০২০ইং উদযাপনের শুভ সূচনা বিশ্ব ইন্টার্যাক্ট সপ্তাহের ২০২০ইং এর প্রথম দিনে “নিরাপদ পানি সুস্থ জীবন” ইভেন্টের মাধ্যমে আজ ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র ইন্টার্যাক্ট সপ্তাহ উদযাপনের শুভ সূচনা ঘটলো।ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া আজ কুমিল্লা নগরীর কালিয়াজুড়িস্থ “কারীমিয়া কারাতুল কোরআন বহুমুখি মদ্রাসায়” পানির ফিল্টার বিতরণ করেন।
এ সময় রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র আইসিসি রোটারিয়ান শাহ জাবেদুল হক সাগর রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সাবেক সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহিল বাকী ইন্টার্যাক্ট জেলা ৩২৮২ বাংলাদেশ এর সন্মানিত জেলা প্রতিনিধি ইন্টা শেখ সাদি, ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সভাপতি ইন্টা. মেহেদী হাসান ইমন,সহ-সভাপতি ইন্টা. রবিউল সানি সচিব ইন্টা. হাসিবুল শাহরিয়ার,সাধারণ সম্পাদক ইন্টা. আবির আহমেদ এবং ইন্টার্যাক্ট ক্লাব অব গোমতী’র সভাপতি, সহ-সভাপতি, উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।