ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে: সিইসি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু সহিংসতা ঘটলেও সার্বিক বিচারে নির্বাচন সুষ্ঠ হয়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ইউপি নির্বাচনে কোন সহিংসতাই কাম্য নয়; তবে সব সহিংসতা নির্বাচনকে কেন্দ্র করে কিনা তা তদন্তের দাবি রাখে। এসময় নরসিংদী ও মাগুরাসহ বিভিন্ন স্থানের সহিংসতার তথ্য তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরেও অনেক সহিংসতা ঘটেছে।
সম্প্রতি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের প্রসঙ্গ তুলে সিইসি বলেন, তিনি যে বক্তব্য দিয়েছেন তা শালীনতা বহির্ভূত; যেখানে ৭৪ শতাংশ ভোট পড়ে সে নির্বাচন নিয়ে কিভাবে প্রশ্ন তোলেন তিনি।