ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় স্থানীয় ও স্বজনরা করিমগঞ্জ গ্রামের শামীম (৩০) নামে এক সন্ত্রাসীকে চিহ্নিত করেন।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভিতর এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মোঃ শাহিন মিয়া (৩৪)। সে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়ের মেজেরকান্দি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন সেনেটারী ব্যবসায়ী।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, নিহত শাহিন উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারে সেনেটারী ব্যবসা করেন। ব্যবসার ট্রেড লাইসেন্সের জন্য দোকান থেকে ইউনিয়ন পরিষদে গেলে পূর্ব শত্রুতার জেরে করিমগঞ্জের শামীম ওরফে মালখোর শামীম ওরফে ডান্ডি শামীম নামের এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে একাধিক সূত্রে জানা যায়, ব্যক্তিগত পুরনো বিরোধ থেকেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অনেকে ধারণা করছেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করা হয়েছে এবং হত্যাকারীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তিনি আরও জানান পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার দায়ের প্রস্তুতি চলছে।