আ.লীগ এবং বিএনপি সংঘর্ষে সময় টিভির চিত্রসাংবাদিক আহত
গোপীবাগে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে সময় সংবাদের চিত্রসাংবাদিক আশরাফুল ইসলাম আহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে গোপীবাগে রামকৃষ্ণ মিশন রোডে ইশরাকের মিছিলে ইটপাটকেল ও চেয়ার নিক্ষেপ করা হয়। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামীল লীগ ও বিএনপির কর্মী-সমর্থকরা।
গোপীবাগ এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনি প্রচারে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন সাংবাদিকসহ বেশ কয়েকজন।
প্রায় পৌনে এক ঘন্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় ফাঁকা গুলি ছোড়ারও শব্দ পাওয়া যায়।