আসন্ন সিটি কর্পোরেশন নিবার্চনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ,১৪ নং লালখান বাজার ওয়াডর্ কাউন্সিলর পদপ্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সমর্থনে লালখান বাজার ওয়াডর্ মহিলা আওয়ামীলীগের এক কর্মী সভা অনুষ্টিত হয়।
চট্টগ্রাম সংবাদ: আসন্ন সিটি কর্পোরেশননির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মোঃ বেলাল ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুমান আরার সমর্থনে লালখান বাজার ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের এক কর্মী সভা সংগঠনের আহবানে ঝর্ণা বড়–য়ার সভাপতিত্বে ও সীমা আহমদের সঞ্চালনায় শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ ̈ালয়অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব ̈ রাখেন চসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি চট্টগ্রাম মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জনাবা হাসিনা মহিউদ্দিন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহমদসহ সভাপতিশেখ দেলোয়ার হোসেন,সাবেক সাধারণ সম্পাদক ও পেশাজীবি নেতা আমজাদ হোসেন হাজারী,৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সেলিম,
কাউন্সিলরপদপ্রার্থী আবুল হাসনাত মোঃ বেলাল, মহিলা কাউন্সিলরপদপ্রার্থী আঞ্জুমান আরা, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ,মহানগর মহিলা আওয়ামীলীগের ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগ,মহানগর যুবলীগের সদস ̈ দেলোয়ার হোসেন দেলু, মহানগর ছাত্রলীগের সহসভাপতি নাজমুল আহসান রুমী,লালখান বাজার ওয়ার্ড মহিলা
আওয়ামীলীগনেত্রী কাজী জাহেদা বেগম, রুমা ইসলাম, কুলসুম মজুমার, কোহিনুর আক্তার, আফরোজ সুলতানা পূর্ণিমা, রতœা রায় চৌধুরী, শাহানা বেগম, মমতাজ বেগম,আয়েশা আক্তার,মিতু রানী শীল প্রমুখ।সভায় প্রধান অতিথি তার বক্তবে ̈ বলেন: চট্টগ্রামকে একটিআধুনিক পর্যটনবান্ধব শহর হিসেবে আগামীতে গড়ে তোলা হবে।সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ ̈মে এই শহরকে একটি নারীবান্ধব নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে। ভবিষ ̈তে জনদুভোর্গ সৃষ্টি করে এমন কোন প্রকল্প বা ̄Íবায়ন করা হবে না। ধনী গরীব সহ সব শ্রেণীর জন ̈ বাসযোগ ̈ চট্টগ্রামই আমার প্রধান লক্ষ।প্রতিটি ওয়ার্ডে সেবা নিশ্চিত করার পাশাপাশি নারীদের ̄^াবলম্বী করতেনানামূখী প্রশিক্ষণের
ব ̈ব ̄’া গ্রহণ করা হবে।বিশেষ অতিথি হাসিনা মহিউদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের সূচনা করেছেন তা ধরে রাখতে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আগামীতে চট্টগ্রামের উন্নয়নের ধারা অব ̈াহত রাখতে এম. রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায়, কাউন্সিলর পদে আবুল হাসনাত মোঃ বেলাল’কে ঘুড়ি মার্কায় ও আঞ্জুমান আরাকে বই মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।এ সময় আরও উপি ̄’ত ছিলেনওয়ার্ড আওয়ামীলীগ নেতা বাবু সাধন সিংহ, জ ̈াকব ডায়েস, আব্দুজ জাহেরজসীম, মোজাম্মেল হোসেন সোহাগ, তপন সিংহ, সৈয়দ শওকত হোসেন, জামশেদ আলম,মিজানুর রহমান, আব্দুল মজিদ আলী, আইয়ুব কোম্পানী, মোঃ সিরাজ, ̄^পন চৌধুরী, ননী দাশ,
শওকত আলম,মাসুদ রানা,জাকির হোসেন মাসুদ,সাঈদুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন,আহমদ হাসানজুয়েল, আল-আমিন হোসেন, মাঈনুলসাকিব, নাছির মুবিন প্রমুখ।