আযানে শব্দ দূষণ হয় এমন বাজে মন্তব্য করে মোক্তাদের নামে এক ব্যক্তির পোষ্টের তীব্র নিন্দা ও বিচারের দাবী জানান সন্দ্বীপ উপজেলার ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিরা।
মোঃ ফায়েল খান,(সন্দ্বীপ প্রতিনিধি): চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের জমির উদ্দীন ভূঁইয়া বাড়ীর মৃতঃ ইব্রাহিম ভূঁইয়ার ছেলে মোক্তাদের রহমান গত ৩ দিন আগে অথাৎ ২৪/৭/২১ তারিখে তার নিজ ফেইসবুকে ওয়ালে একটি পোস্ট করেন। তাতে স্পষ্ট ভাবে “সন্দ্বীপে শব্দ দূষণ” ক্যাপশন দিয়ে মুসলিমদের নামাজের প্রতি আহবানের কল্যাণকর আযানের সুমধুর সুরকে শব্দ দূষণের সাথে তুলনা করে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য লিখেছেন। তার এমন জঘন্য লিখনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দ্বীপ জুড়ে তীব্র সমালোচনা ঝড় উঠে!
এটা মোক্তাদেরের জন্য নতুন কিছু নয়! সে প্রায় সময় নিজেকে আওয়ামীলীগের বড় নেতা দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে তাকে হুমকি এবং ইসলাম নিয়ে উস্কানিমূলক পোস্ট এবং কমেন্টস করে থাকেন।সম্প্রতি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা থেকে স্ব-পরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে আযানের শব্দে শব্দ দূষণ হয় এমন মন্তব্য করে ফেইসবুকে পোস্ট করেছিলেন।তার এমন পোস্টে তার নিজ গ্রামের লোকজনেরা।
তার এক নিকট প্রতিবেশী বলেন- “উনি স্ব-পরিবারে ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদ, রোজার ঈদ ছাড়া তেমন একটা বাড়িতে আসেন না।
কিন্তু সে নিজেকে এবং পরিবারকে ইউরোপ-আমেরিকায় স্যাটেল করার চিন্তা করছেন। তার সেই চিন্তাভাবনার পর থেকেই সে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে তার ফেইসবুকে রীতিমত লেখালেখি করে আসছেন। কখনো কখনো হুট করে মানুষের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। তখন সে স্থানীয় সংসদ সদস্যের কাছের লোক, কখনো উপজেলা চেয়ারম্যানের কাছের লোক বলে পরিচয় দিয়ে হুমকি দেন।
এতে করে নিজ এলাকার সাধারণ মানুষ তার উপর প্রচন্ডভাবে ক্ষীপ্ত ও বিরক্ত।
সম্প্রতি তার ফেইসবুকে আযানের কারণে “শব্দ দূষণ হয়” এমন পোস্টে নিন্দা জানিয়েছেন সন্দ্বীপের আলেম সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনতা।
তার এমন ঘৃণিত কর্মকান্ড, সাম্প্রদায়িক উস্কানি ও মারাত্মকভাবে ধর্ম অবমাননার সর্বোচ্চ বিচারের দাবী জানিয়েছেন সাধারণ জনতা।
তাকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই দাবীও জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমান সহ আলেম সমাজ।
যাতে করে ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতির এই সন্দ্বীপে কেউ এভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে না পারে।