আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত স্বপন গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলার একমাত্র আসামি স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দিবাগত রাত ২টায় ময়মনসিংহ সদর উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার, ১২ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডারের কার্যালয়ে র্যাবের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, প্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান নিশ্চিত হলে অভিযান চালায় র্যাব। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে আসামি। পরে তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।পঁচিশ বছর বয়সী গ্রেপ্তার যুবকের নাম মো. তামিম আহম্মেদ ওরফে স্বপন। তিনি মেলান্দহ উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের চর শশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামালপুর র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার সময় অভিযুক্ত তামিম আহম্মেদ তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি ওই ছাত্রী প্রথম দিকে তার বাবা-মাকেও জানিয়েছিল। কিন্তু মানসম্মানের ভয়ে তার বাবা-মা বিষয়টি আগে কাউকে জানাননি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজনেরা। তার মরদেহের পাশ থেকে দুটি চিরকুটে আত্মহত্যার প্ররোচনার তথ্য পাওয়া যায়। শুক্রবার নিহতের বাবা আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেন। স্কুলে যাতায়াতের সময় ওই যুবক শিক্ষার্থীকে উত্যক্ত করায় সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের।
আশিক উজ্জামান আরো বলেন, ছাত্রীর লাশ উদ্ধারের পর থেকে তামিম আহম্মেদ এলাকা ছেড়ে পালিয়ে যান। বিষয়টি নিয়ে র্যাবের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে র্যাব। র্যাবের অভিযানে তামিমকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে র্যাব আরো জানিয়েছে, বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে। অভিযুক্ত যুবক এলাকায় ত্রাসের সৃষ্টি করে আসছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ইউপি নির্বাচনে সরকারি কাজে বাধা দেয়ার মামলাও আছে।