আজ থেকে বরিশাল-ঢাকা নৌযান চলাচল বন্ধ
শাওন অরন্য
বরিশাল প্রতিনিধি।
কভিড-১৯ করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে গণপরিবহন সীমিত আকারে চলাচল করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর কাছ থেকে জানা যায়, আজ মঙ্গলবার (২৪-০৩-২০২০) রাত থেকে বরিশাল -ঢাকা চলাচলকারী সমস্ত নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে এবং এই ভাইরাস যেন ছড়াতে না পারে তার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ এখন পর্যন্ত তিন জন মারা গেছে এবং ৩৭ জন চিকিৎসাধীন আছে।