আগ্রাবাদ ইনার হুইল ক্লাবের উদ্যোগে `উপলব্ধি’ সেন্টারে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
কুড়িয়ে পাওয়া শিশুদের আশ্রয়কেন্দ্র উপলব্ধি’। নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় এই সেন্টারে ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক চেয়ারম্যান তাহিয়া খলিল। ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ’র প্রেসিডেন্ট জিনাত আজমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাষ্ট প্রেসিডেন্ট খালেদা আউয়াল।
উপস্থিত ছিলেন ফাষ্ট প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট রুহী মোস্তফা, ট্রেজারার কামরুন নাহার, ইমিঃ ফাষ্ট প্রেসিডেন্ট আকতার বানু ফ্যান্সি, ফাষ্ট প্রেসিডেন্ট ও ক্লাব করোসপন্ডেন্ট আসমা নেওয়াজ আহমেদ। ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ’র পক্ষ থেকে উপলব্ধি’ সেন্টারে আর্থিক অনুদান প্রদান।
এসময় উপলব্ধি’ সেন্টারের শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। অতিথিবৃন্দ তাদের শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করেন।