আগামী ১লা অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন
চট্টগ্রাম সংবাদ: আগামী ১লা অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৫ মে) নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে এই ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ এই ঘোষণা দেন। অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ওয়াশেকা আয়শা খান এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুনন্নাহার লাইলী এবং কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এদিকে দীর্ঘ ৯ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণায় নগর আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও আ জ ম নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি করা হয়। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর সিনিয়র সহ সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীকে দলের ভারপ্রাপ্ত সভাপতি করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।