আকাশ থেকে দেশ দেখার ‘ফ্লাইট ফ্যান্টাসি’

Share the post
উড়োজাহাজের জানালা দিয়ে নিচের দৃশ্য দেখার চেষ্টা করছে এক শিশু। ছবি: কমল জোহা খান
কুয়াশায় মোড়ানো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। সময় তখন সকাল ১০টা। নভো এয়ারের এটিআর উড়োজাহাজটির পাখা ঘুরতেই ভেতরে যাত্রীর আসনে থাকা শিশুদের সেকি উল্লাস! সবার মুখে হাসি, উত্তেজনা। রানওয়ে থেকে দৌড়ে দক্ষিণ আকাশে উড়োজাহাজটি গা ভাসাতেই শিশুরা চিৎকার করে বলল, হুররে কী মজা! ১০০ ফুট, ২০০ ফুট—এভাবে আস্তে আস্তে ১৫ হাজার ফুট ওপরে উঠে গেল উড়োজাহাজটি। কতগুলো শিশুমুখ উড়োজাহাজের দুপাশের জানালার সঙ্গে মুখ লেপ্টে নিচের দিকে তাকিয়ে বলল, বাংলাদেশটা কত সুন্দর!
কুয়াশা ঠেলে নভো এয়ারের উড়োজাহাজটি যত দক্ষিণ দিকে যেতে লাগল, আকাশ যেন নীল হয়ে গেল। ফুটে উঠল সূর্যের আলো। উল্লাস আনন্দে মেতে ওঠা এই শিশুদের মধ্যে একজন সোহেল রানা। তার দৃষ্টি জানালা থেকে সরছিল না। শুধু সোহেল রানা নয়, তার মতো মোট ২০ জন সুবিধাবঞ্চিত শিশুকে আজ সোমবার পাখির দৃষ্টিতে আকাশ থেকে বাংলাদেশকে দেখার সুযোগ করে দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার। শুধু আকাশই নয়, তারা দেখেছে বিশাল সমুদ্র। বিভিন্ন বয়সের এই শিশুরা একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত স্কুলের শিক্ষার্থী। নভো এয়ার এই আয়োজনের নাম দিয়েছে ‘ফ্লাইট ফ্যান্টাসি’। আজ মঙ্গলবার দিনব্যাপী এই আয়োজনে তাদের ঢাকা থেকে সকালে কক্সবাজারে নিয়ে আসা হয়। দুপুরে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আনন্দঘন সময় কাটায় তারা। ঢাকা থেকে প্রায় এক ঘণ্টায় কক্সবাজার পৌঁছায় নভো এয়ার।
রেশমা আক্তার নামের এক শিশু বলে, ‘আমরা সবাই প্রথমবারের মতো প্লেনে উঠেছি, এত আনন্দ হবে কল্পনাও করতে পারিনি।’
মারিয়া আক্তার শারমিন নামে আরেক শিশু বলে, ‘আগে আমরা মাটি থেকে আকাশের দিকে তাকাতাম, উড়োজাহাজ দেখতাম। আজ আমরা আকাশ থেকে সেই মাটিকেই দেখলাম। নিজের দেশকে দেখলাম। নদীগুলো কেমন এঁকেবেঁকে গেছে।
পঞ্চম শ্রেণির ছাত্র তামজিদ ইসলাম বলে, ‘প্লেনে চড়ব, প্লেনে চড়ে সমুদ্রে ঘুরতে যাব, তা কখনো ভাবিনি। নভো এয়ারের কাছে কৃতজ্ঞ আমাদের এই স্বপ্নটাকে পূরণ করার জন্য।’ উম্মে হাবিবা নামে এক শিশু জানায় তাঁর অনুভূতির কথা। সে বলে, ‘আকাশে উড়েছি। সৈকতে খেলা করেছি। ফিশ ওয়ার্ল্ডে গিয়ে নানা ধরনের মাছ দেখেছি। অনেক মজা করেছি। এই ভ্রমণ আমার স্বপ্নের মতো হয়েছে।’
সামাজিক দায়বদ্ধতার অংশ থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। নভোএয়ার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে। শিশুদের জীবন গড়ার চিন্তা-ভাবনার পরিধি যেন বড় হয়, সেটাই আমাদের লক্ষ্য।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবীগঞ্জে প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি সার্ভিসিং সেলের ডিজিএম থেকে কামরুল ইসলাম এইচ আর হওয়ায় সংবর্ধনা

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি নবীগঞ্জ সার্ভিসিং সেলের আয়োজনে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হেড অব হিউম্যান রিসোর্সেস (এইচআর) পদে নিযুক্ত হওয়ায় মো: কামরুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে নবীগঞ্জ সার্ভিসিং সেলের অফিসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাহবুবুর রহমান। […]

চোখের পাতা নেড়েছে মাগুরার শিশুটি

Share the post

Share the post সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার। আব্দুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ শিশুটির বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। আজও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শারীরিক […]