“আই আই ইউ সি ফার্মেসি ডিপার্টমেন্টের ফার্মা ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান “
কায়সার আহমদ চৌধুরী (আই আই ইউ সি প্রতিনিধি): “Inauguration of IIUC Pharma Club” শিরোনামে গত ২৭ মার্চ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সেমিনার হলে আয়োজিত হয়েছে আই আই ইউ সি ফার্মা ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও হামদ ও নাত পরিবেশন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাশরুরুল মওলা, রেজিস্ট্রার মোহাম্মদ শফিউর রহমান, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ূন কবীর স্যার এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জি. রশীদ আহমদ চৌধুরী স্যার দাওয়াত গ্রহণ করেছিলেন। অনিবার্য কারণবশত স্যাররা উপস্থিত হতে না পারলেও তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের, বিভাগীয় প্রধান এ টিএম মোস্তফা কামাল স্যার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ডিপার্টমেন্ট এর সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আই আই ইউ সি ফার্মা ক্লাবের সহ সভাপতি কাজী আশফাক আহমেদ চৌধুরী স্যার। সমাপনী বক্তব্য প্রদান করেন ক্লাব ট্রেজারার আশরাফ উদ্দীন চৌধুরী স্যার। সঞ্চালকের ভূমিকা পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক অন্তর দাশ ও আরিফা মুন্নী। অনুষ্ঠানে নব গঠিত ফার্মা ক্লাবের সকল সদস্যদের পরিচয় করানো হয়। নবগঠিত ক্লাবের নতুন লোগো উন্মোচন করা হয়। লোগোটির উঠে আসে আই আই ইউ সি ফার্মা ক্লাব আয়োজিত “লোগো কন্টেস্ট” এর মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে লোগো কন্টেস্টে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। গত ফার্মা ক্লাব এর উদ্যোগে অনুষ্ঠিত বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার বিজয়ীদের পুরষ্কৃত করা হয় এই অনুষ্ঠানে। এছাড়াও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, ও হামদ নাতের মাধ্যমে অনুষ্ঠানকে আরও অনেক বেশি অলংকৃত করে।