‘আইজিপি ব্যাজ’ পেলেন চান্দগাঁও থানার ওসি মাঈনুর রহমান
চট্টগ্রাম সংবাদ: পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ পেয়েছেন সিএমপি’র চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুর রহমান। পুলিশ বাহিনির দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এটা। বাংলাদেশ পুলিশের আইজিপি’র পক্ষে ওসি মোঃ মাঈনুর রহমান কে ‘আইজিপি ব্যাজ’ টি পরিয়ে দেন সিএমপি’র পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর (পিপিএম)।
আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কার্যক্রম, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুর রহমান।
এ বিষয়ে (ওসি) মাঈনুর রহমানের কাছ থেকে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করি সর্বদাই। সঠিকভাবে দায়িত্ব পালনের স্বীকৃতি সরূপ পুরষ্কৃত হলে কাজের স্পৃহা দ্বিগুণ ভাবে বেড়ে যায়।পুরষ্কার আমাদের এগিয়ে চলার শক্তি জোগায়, অনুপ্রেরণা দেয় আরও ভালো কাজ করার। এছাড়া কাজের স্বীকৃতি পেলে, পরিশ্রম স্বার্থক বলে মনে হয়।
তিনি আরও বলেন, অর্জন টা নিসন্দেহে অনেক বেশি আনন্দের। তবে এই পুরষ্কার শুধু আমার না, টিম চান্দগাঁওয়ের সকল সহকর্মীদের এ পুরষ্কারটি।