

মাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি: সাভার এর আশুলিয়ায় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলসহ ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু ও লাঠি উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ জুন) বিকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই মঞ্জুরুল ইসলাম।
আটককৃতরা হলেন, নাটোর জেলার শিংগা থানার দড়ি মহেষমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু প্রামানিক (৩৮) ও একই এলাকার গুলজার রহমানের ছেলে ইউসুফ আলী (২৮)। তাদের দুজনের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১১ টি মামলা রয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৪ জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।