অসাধু ব্যবসায় জড়িত থাকায় গুপ্তছড়া বাজারে ৪ মুদির দোকানিকে জরিমানা।
জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): করোনা ভাইরাস কে পূজি করে নিত্য পন্য দ্রব্য সামগ্রী ক্রেতাদের কাছে অতিরিক্ত মুল্য বিক্রি করায় গত ২০-০৩-২০২০ইং সকাল ১১টার সময় সন্দ্বীপ গুপ্তছড়া বাজারে ৪ ব্যবসায়ী কে ৭৩ হাজার টাকা জরিমানা করছে সন্দ্বীপ উপজেলা ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ভুমি মোঃ মামুন, আজ সকাল ১১ টায় সন্দ্বীপ থানার ফোর্স নিয়ে তিনি এ অভিযান জোরদার করেন। এ সময় দোকানে মূল্য তালিকায় না থাকায় এবং দ্রব্যসামগ্রীর ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ায় মুদি দোকানি সাহাব উদ্দীন সওঃ (৪৮) কে ৩৮ হাজার, নিজাম উদ্দীন (৪০) ১৫ হাজার, বেলাল সওঃ (৫৫) কে ১০ হাজার ও গোলাম সারোয়ার( ৭৫) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য দোকান গুলিতে অভিযান শুরু করায় আগে ব্যবসায়ীরা দোকান গুলি বন্ধ করে পালিয়ে যাই। পরে ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর ঔ অসাধু ব্যবসায়ীরা আবার দোকান খোলে। এ সময় উপস্হিত ছিলেন মগধরা ১ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক, এস এম সোহেল রানা, দপ্তর সম্পাদক মাকছুদ আলম,সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন সহ শিক্ষক সুশিল সমাজ ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গরা। বন্ধ দোকান গুলির ব্যাপারে মগধরা ১ নং ওয়ার্ডের মেম্বার সোহেল রানার কাছে জানতে চাওয়া হলে তিনি গনমাধ্যমকে বলেন এ করোনা বিশ্ব মহামারীতে মানুষ যখন আতংকে বিপদগ্রস্ত তখন এক শ্রেণীর ব্যাবসায়ীরা আছে পকেট ভারি করার তালে। আমি বন্ধ দোকান গুলির কথা এসিল্যন্ড কে জানিয়েছি এবং বলছি আগামীতে যদি অভিযানে দোকান বন্ধ থাকে তখন ঔ দোকান গুলিকে সীলগালা করে দেয়া হবে। আমি উক্ত বিপদে সব সময় আমার এলাকার মানুষের পাশে আছি।