অগ্নিকাণ্ডে দগ্ধ ৪৫ জনের পরিচয় শনাক্ত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিআইডির ফরেনসিক শাখার পুলিশ সুপার রুমানা আক্তার।
তিনি জানান, পুড়ে মারা যাওয়া ৪৮টি মরদেহের পরিচয় শনাক্ত করতে ৬৯ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৪৫ জনের মরদেহ শনাক্ত করা গেছে। এর মধ্যে ৩০ জন নারী আর বাকি ১৫ জন পুরুষ। মরদেহগুলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এরপর সেগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করবে জেলা প্রশাসন।
গত ৮ জুলাই রূপগঞ্জের হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু হয়।