অক্সিজেন-আইসিইউ সুবিধা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
চট্টগ্রাম সংবাদ: করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন ও আইসিইউ সুবিধা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।
রোববার (৭ জুন) সকালে নগরীর চেরাগী পাহাড়ের মোড়ে মানববন্ধন করেন জনস্বাস্থ্য রক্ষায় নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন থেকে চট্টগ্রামে ২শ’ শয্যার আইসিইউ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। এছাড়া বন্ধ রাখা ক্লিনিকগুলো করোনা রোগীদের জন্য খুলে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।