মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Share the post

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

শনিবার ভোর ৫টার দিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়ারগঞ্জের সোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)।

আহত একজন জানিয়েছেন, চাঁদপুরে গানের এক অনুষ্ঠান শেষে কক্সবাজার যাচ্ছিলেন তারা। এসময় সোনাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পার্থ গুহ নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক যন্ত্রশিল্পী হানিফ আহমেদকে মৃত ঘোষণা করেন।

বেতার টেলিভিশন সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের সংবাদমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে হানিফ অক্টোপ্যাড এবং পার্থ ড্রাম বাজাতেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated