মিথ্যা ও হয়রানিমূলক মামলার ভয় দেখাচ্ছেন নূর মোহাম্মদকে

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্রগ্রামের বাশঁখালী সরল ২ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা সামশুল ইসলাম এর পুত্র নুর মোহাম্মদ মিথ্যা মামলা ও জেল জুলুম থেকে বাচঁতে তার জীবনের নিরাপত্তা চেয়ে বাশঁখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সম্প্রতি নুর মোহাম্মদ দীর্ঘ সময় ধরে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী হিসেবে চিলেন।

Open photo

এই বিষয় এ নুর মোহাম্মদ বলেন আমি অত্যন্ত সরল ও আইন মান্যকারী লোক আগে বিভিন্ন সময় তারা আমাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ এক যুগ জেল কাটিয়েছে আমাকে হত্যার উদ্দেশ্য বিভিন্ন বার আমার উপর আক্রমণ করেছে, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে মিথ্যা মামলা থেকে জেল হাজত থেকে বের হয়ে কৃষি কাজ করে আমার পরিবার নিয়ে দুইটা ডাল-ভাত খাচ্ছি। এরই মধ্যে দক্ষিণ সরল এর রিফাত, মানিক,ইস্কান্দার, মোরশেদ আমাকে র‍্যাব দিয়ে অস্ত্র দিয়ে চালান দিবে বলে হুমকি-ধুমকি দে, তারা নিজেদের র‍্যাব এর সোর্স হিসেবে পরিচয় দে। আমি তাদের এই প্রতিহিংসা থেকে বাচাঁর জন্য বাশঁখালী থানায় একটি সাধার ডায়েরি দায়ের করেছি৷

এই বিষয় এ জানতে চাইলে ওসি বাশঁখালী জনাব কামাল উদ্দিন পিপি,এম এর মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলে ও উনার বক্তব্য পাওয়া যায় নি৷

Open photo

র‍্যাব এর মিডিয়া অফিসার জনাব নুরুল আবসার এর সাথে ও আমরা যোগাযোগ করার চেস্টা করলে ও উনার বক্তব্য ও পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated