রায়হান হোসেন অন্তরে পুত্র সন্তান জাহারান হোসেন বর্ণের ১ম জন্মদিন উদযাপন।
নিজস্ব প্রতিবেদক : ‘চ্যানেল ২১ নিউজ’ এর ‘ক্রাইম রিপোর্টার’ মোঃ রায়হান হোসেন (অন্তর) পুত্র সন্তান মোঃ জাহারান হোসেন বর্ণের ১ম জন্মদিন।জন্মদিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডি তে অবস্থিত ‘THE BUFFET EMPIRE’ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কেক কাটা ও ৯০০ ভোজন আরো ব্যবস্থা করা হয়। উক্ত এই জন্মদিন অনুষ্ঠিতে উপস্থিত ছিলেন চ্যানেল ২১ এর […]