মোরেলগঞ্জ ২০ দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
মেজবাহ ফাহাদঃ(বাগেরহাট প্রতিনিধি): মোরেলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্হা আয়োজিত ২০ দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার সন্ধায় খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃআমিরুল আলম মিলন এম পি, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ,মোরেলগঞ্জ পৌরসভা,থানা প্রশাসন ও মোরেলগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় ও মোরেলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনীতে সম্মানিত আমন্ত্রিত অতিথি ছিলেন শরনখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, পৌর মেয়র এস এম মনিরুল হক তালুকদার, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, মাকসুদা আকতার মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সঞ্চলনায় ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম । উদ্ধোধনী দিনে মোরেলগঞ্জ -শরনখোলার ৪টি দল অংশগ্রহন করে। এ খেলায় মোরেলগঞ্জ -শরনখোলার ২০ ইউনিয়নের ২০ দল অংশ নেবে।