সৈয়দপুরে আসলো করোনা ভ্যাকসিন, আগামীকাল থেকে টিকা প্রদান
রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): সৈয়দপুরে আসলো ৮ হাজার ৬৫১টি করোনা ভাইরাসের ভ্যাকসিন টিকার ডোজ এসেছে। আজ শনিবার(৬ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে এম্বুল্যান্সে নিরাপত্তার সহিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আস হয় এবং ইপিআই স্টোরে বিশেষ সংরক্ষন করা হয়।টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার ১০০ শয্যা হাসপাতালের ডাঃ রাশেদুজ্জামান, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই আবু তাহের সিদ্দিকী প্রমুখ।সুত্রমতে, নীলফামারি জেলাতে ৬০ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকাতে ৬ হাজার ভায়াল রয়েছে। প্রতিটি কার্টনে ১ হাজার ২০০ ভায়াল টিকা আছে। প্রতিটি ভায়ালে টিকা দিতে পারবেন ১০ জন। সে হিসাবে সৈয়দপুরে ৮৬৫ ভায়াল দেয়া হয় প্রথম দফায় ৮৬৫১ হাজার নাগরিককে করোনা ভাইরাসের এই টিকা দেয়া যাবে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও উপজেলা সিএনএইচ হাসপাতালে বুথ স্থাপন করা হয়েছে। ওই বুথে টিকা দেয়া হবে।নীলফামারীতে আসা করোনার ভ্যাকসিন গুলো ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড আ্যাষ্ট্রাজেনের টিকা কোভিশিল্ড। এমনটাই আমাদের জানিয়েছেন।