মাভাবিপ্রবিতে শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত
শুভ দে,মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে ২৯ জানুয়ারি ২০২১ তারিখ, সন্ধ্যা ৭.০০ টায় ‘করোনাকালে শারীরিক স্বাস্থ্য সমস্যা’ নিয়ে অনলাইনে পরামর্শ ও প্রশ্নোত্তর ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ, এস, এম সাইফুল্লাহ। ডাঃ দলিলুর রহমান (সহযোগী অধ্যাপক, NIPS, কলকাতা) করোনাকালীন শারীরিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আনিরা মহিউদ্দিন। অনুষ্ঠানটি কেন্দ্রের অফিসিয়াল পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী অনলাইনে সংযুক্ত থাকেন। উল্লেখ্য, শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্র নিয়মিত ছাত্রদের উচ্চ শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা অর্জন বিষয়ক বিভিন্ন কর্মশালা ও পরামর্শ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ, এস, এম সাইফুল্লাহ জানান, আমি শিক্ষার্থীদের করোনাকালিন বিভিন্ন শারীরিক স্বাস্থ্য সমস্যার কথা ভেবেই এমন ওয়েবিনারের আয়োজন করেছি। এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।