চসিক নির্বাচনের দিন সাধারণ ছুটি না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামী সাধারণ মানুষ
ডেস্ক নিউজ:
চসিক নির্বাচনের দিন সাধারণ ছুটি না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামী সাধারণ মানুষ। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এ সুযোগে গণ পরিবহনগুলো নিচ্ছে দ্বিগুণ টাকা।
নগরীর ২নং গেইট, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসির মোড়, ওয়াসা, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। এবার নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। ফলে অফিসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। মোড়ে মোড়ে অফিসগামী যাত্রীদের গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। এটা কোনো সিস্টেম হতে পারে না। গণ পরিবহনগুলো দাবি করছে দ্বিগুণ-তিনগুণ ভাড়া।
অফিসগামী আরেক যাত্রী বলেন, একদিকে অফিস খোলা, আবার নির্বাচন চলছে। রাস্তায় কোনো গাড়ি নেই। গণ পরিবহনগুলো দ্বিগুণ ভাড়া নিচ্ছে। এগুলো দেখার কি কেউ নেই!
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ২৬ জানুয়ারি মধ্যরাত থেকে ২৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, কার, জিপ প্রভৃতি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে নগরীতে অন্যান্য দিনের মতো দেখা মেলেনি গণপরিবহনের। এতে গণপরিবহনের সংকট তৈরি হয়েছে। এতে বাসগুলো আদায় করে নিচ্ছে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ টাকা।