ব্যতিক্রমী উদ্যোগে পালিত হল অনাথ সংহতি’র বানী অর্চনা-২০২০’

অস্মিত চক্রবর্তী অমিত (চট্রগ্রাম প্রতিনিধি) : কিছু স্বপ্নবান সনাতনী তরুনের সংগঠন ‘অনাথ সংহতি’ সরস্বতী পূজার প্রাক্কালে পুজোর আনন্দে ভিন্নমাত্রা যোগ করতে এবং অনেকের মধ্যে তা ছড়িয়ে দিতে অনাথ সংহতি ঠিক করেছিল এবারে তাদের পুষ্পাঞ্জলি হবে সনাতনী অনাথ,হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করার প্রচেষ্টার মধ্য দিয়ে। নতুন বছরে নতুন বই-খাতা, কলম-পেন্সিল কেনা যাদের পক্ষে খুব কষ্টের, নতুন স্কুল ব্যাগ, স্কুল ড্রেস বা নতুন জুতো-মোজা পড়ে স্কুল এ যাওয়া যাদের কাছে কেবলই স্বপ্ন, স্কুল, কলেজ এর ভর্তি ফিস যোগাড় করা কিংবা নতুন পাঠ্যবই কেনা যাদের কাছে দুঃসাধ্য ব্যাপার তাদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই তাঁরা পালন করলো বাণীঅর্চনা-২০২০। বেশ কয়েকজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া, তাদের শিক্ষাব্যয় নির্বাহ করা ছাড়া ও এবার তাঁরা বিবেকানন্দ অনাথালয় , রামগড় এবং নন্দীপাড়া কালীবাড়ি অনাথাশ্রম, সুলতানপুর, রাউজান এ তাঁরা দুঃস্থ ও অনাথ শিশুদের মাঝে নতুন বই, খাতা, কাগজ, কলম, পেন্সিল, নতুন স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, জুতো-মোজা ইত্যাদি বিতরণ করেন। তাদের এই কর্মসূচীকে সফল ও সার্থক করার জন্য সংগঠনটির সভাপতি রাজীব পাল এবং সাধারণ সম্পাদক রঞ্জন সেন সকল অনুদান দাতা, সংগঠক এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান।