বাইপাস সড়ক নির্মাণের নামে পাহাড় কাটার মহোৎসবে সিডিএ
ফৌজদারহাট-বায়েজীদ বাইপাস সড়ক নির্মাণে পাহাড় কাটার মহোৎসব চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযোগ আছে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের চারগুনের বেশি মাটি কেটেছে সিডিএ। এতে ঝুঁকিতে পড়েছে অন্তত ১৮টি পাহাড়। এ কারণে সিডিএকে ১০ কোটি টাকার বেশি জরিমানাও করা হয়েছে। যদিও পরিবেশবিদরা বলছেন, পাহাড় কাটার অনুমতি দেয়া ঠিক হয়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ফৌজদারহাট-বায়েজীদ বাইপাস সড়কের শেরশাহ এলাকা। যেখানে সড়ক নির্মাণের জন্য কাটা হয়েছে পাহাড়।
প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে ২ দশমিক ৬ কিলোমিটার অংশে ১৮টি পাহাড় থেকে আড়াই লাখ ঘনফুট মাটি কাটার অনুমতি দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু গত প্রায় তিনবছর ধরে এই নির্মাণযজ্ঞে কেটে ফেলা হয়েছে পাহাড়ের ১০ লাখ ২৮ হাজার ঘনফুট মাটি। তাই সিডিএ-কে ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিপ্তরের আশঙ্কা, এমন পরিস্থিতিতে সড়কটি চালু হলে কাটা পাহাড় ধসে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাই, প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে অধিদপ্তর। যদিও এ আদেশের বিরুদ্ধে আপিলের কথা বলছে সিডিএ।
তবে পাহাড় কাটার অনুমতি দেয়ায় পরিবেশ অধিদপ্তরও দায় এড়াতে পারে না বলে মত পরিবেশবিদদের।
শীঘ্রই এই সড়কটি চালুর কথা বলছে সিডিএ।