নিরাপত্তার চাদরে পুরো নগরী, ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৩০ হাজার পুলিশ

ঢাকা সিটি নির্বাচনের নিরাপত্তায় থাকবেন ৩০ হাজার পুলিশ সদস্য। টহল পুলিশের পাশাপাশি থাকবেন সাদা পোশাকের গোয়েন্দারা। বিকেলে সিদ্ধেশ্বরী স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এদিকে প্রার্থী ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। এরই মধ্যে রাজধানীতে নির্বাচন উপলক্ষে ৬৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সিটি নির্বাচন ঘিরে পুরো রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠে থাকছে ২০ হাজার পুলিশ সদস্য। রিজার্ভ রাখা হয়েছে আরও ১০ হাজার। রাজধানীর বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ভোটার ছাড়া কেউ কেন্দ্রের আশেপাশে অবস্থান নিলে, তাদের আটক করা হবে।
জানান, সাংবাদিকদের কাজের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই মধ্যে রাজধানীতে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আর মধ্যরাত থেকে ভোটের পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন
কমিশনের স্টিকার ছাড়া সকল যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সাথে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহনেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে ভোটার ও প্রার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া বৃহস্পতিবার থেকেই রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে