

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ৯০ কলোনি নামের একটি বসতবাড়িতে সকাল ৫টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে, অগ্নিদগ্ধ হয়ে একজন নারী সহ চারজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন, মিলন মিয়া (৪০) তার স্ত্রী মুন্নি বেগম (৩০)ফরহাদ (৪০) ও আউয়াল (৪০)। এবিষয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশন মাষ্টার মো. কবির আলম জানায়, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে অগ্নিকান্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্তপুর্বক বিস্তারিত জানা যাবে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর তিনটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।এটি একটি কলোনি। এই কলোনির চারজন মালিকের ৬৫ টি রুম পুড়ে গেছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈর বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সোমবার (১১ জানুয়ারি) সকাল ৫টার দিকে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাজারের ব্যবসায়ী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে কালিয়াকৈর বাজারে টিনশেডের তৈরি শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। একটি রঙের দোকানের পাশে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। ওই খুঁটির ট্রান্সফরমারের স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত। দোকানঘরগুলো টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সময়মতো দমকল বাহিনীর কর্মীরা না পৌঁছানোয় আগুন আশেপাশে থাকা দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।
গাজীপুরের মাওনায় মোটরসাইকেলের ধক্কায় বৃদ্ধের মৃত্যু। আব্দুল আহাদ (গাজীপুর):গাজীপুর জেলার মাওনায় ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রাস্তা পাড় হওয়ার সময় বেপরোয়া মোটরসাইকেল এর ধক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মাওনা ওভারব্রিজ এর পাশে মাওনা মহা সি এনএনজি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সোমবার দুপুর ২টা ৩০মিনিট। মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি বর্তমানে হাইওয়ে পুলিশ ফাড়িতে রয়েছে। পুলিশ জানায় বৃদ্ধের বাড়ি ঠাকুরগাঁও এবং বর্তমান বাড়ি মাওনা এলাকার দরগাচালায়। হাইওয়ে পুলিশ মোটরসাইকেল আরোহীসহ আটক করতে সক্ষম হয়েছে।