শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে একযুগে স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশ বাংলাদেশ: রেজাউল করিম চৌধুরী

Share the post

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গোসাইলডাঙ্গা এলাকায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘৭৫এর ১৫ আগষ্ট জাতির জনককে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা দেশকে উল্টোরথে তুলে দিয়েছিল। যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামোর পূনর্গঠনের মাধ্যমে চৌকস পরিকল্পনায় বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে দেশকে অগ্রগতির রথে চড়িয়েছিলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও তৎপরবর্তী কলঙ্কিত এ অধ্যায়ে দেশ পিছিয়ে না গেলে বাংলাদেশ হতে পারত এখন উচ্চ আয়ের দেশ। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, বিদেশে অবস্থানের কারনে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যার বেনিফিসিয়ারী স্বৈরাচারী গোষ্ঠীর হাত থেকে দেশের গনতন্ত্র ফিরিয়ে এনে দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে জননেত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসায় ১০ বছরেরও কম সময়ে আমরা হাতপাতা নিম্ম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি। শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী অচিরেই আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিনত হতে পারব এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উচ্চ আয়ের দেশে পরিনত হব। এ জন্য দেশের সমস্ত ক্ষেত্রে স্থানীয় পর্যায়েও আওয়ামী লীগের প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে। কারন, আওয়ামী লীগ দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে, গনতন্ত্র দিয়েছে, উন্নয়ন দিয়েছে। এটা প্রমানিত সত্য, একমাত্র আওয়ামী লীগই পারে জনগনকে দেয়া কথা রাখতে। আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। আগামী ২৭ তারিখ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করে বীর চট্টগ্রামের মানুষকে উন্নয়নের অগ্রযাত্রার মিছিলের অগ্রভাগে সামিল হতে হবে। ০৭ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের নিজ উদ্যাগে আয়োজিত শীববস্ত্র বিতরন ও আলোচনা সভায় রেজাউল করিম চৌধুরী আরো বলেন, যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বন্দরনগরীকে পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত করার ব্যাপারে যথাযত পরিকল্পনা ও আন্তরিকতা ব্যক্ত করেন। আওয়ামী লীগ নেতা বাবুল নন্দীর সভাপতিত্বে ও নগর ছাত্রলীগ নেতা অমিত পালিত অংকুরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৬নং গোসাইলডাঙ্গা নিমতলা ওয়ার্ড আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্স পরিচালনা পরিষদের সভাপতি নিধু পালিত। প্রধান বক্তা ছিলেন বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, বিশেষ বক্তা ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি রুমেল বড়ুয়া রাহুল। বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বন্দর শাখার সহ-সভাপতি ডাঃ এস.কে.দেব সজল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জিন্নাত আরা লিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, গোসাইলডাঙ্গা লোকনাথ ধামের সভাপতি প্রদীপ চৌধুরী, ছাত্রলীগ নেতা অভিজিৎ দেব, সত্যজিৎ দাশ রাসেল, সত্যজিৎ ঘোষ মিঠু, প্রিতম পার্থ, অভি নাগ, গোসাইলডাঙ্গা তরুণ সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রঞ্জন খেলু, ইসলামীয়া কলেজ ছাত্রলীগ নেতা আল-আমিন হোসাইন, যুবলীগ নেতা রেজাউল করিম বাবলু, নাজমুল হাসান, আবুল কালাম আজাদ, মীর মোঃ ইমতিয়াজ, নোভেল হক, এস.কে আরমান, স্বপন ঘোষ, লোকনাথ ধামের রঞ্জিত মল্লিক ও অরুণ কান্তি চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]