ভোট কেন্দ্র যেন পরিণিত হয়েছে মিলন মেলায়

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই পৌরসভায় সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে নারী ভোটারের সংখ্যা চৌখে পড়ার মত, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্র যেন পরিণিত হয়েছে মিলন মেলায়। কথা হয় নারী ভোটারদের সাথে নারী ভোটাররা জানান, ১৮ বছর পূর্ণ হওয়ার পর থেকে ভোট দিয়ে আসছি কাগজের উপর সীল মেরে ঐ বছরও ভোট দেওয়ার কোন আগ্রহ ছিল না কিন্তু যখন শুনেছি দিরাই পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট হবে তখন ভোট দেওয়ার আগ্রহ বেরে গেলে তাই আমরা বান্ধবী সবাই মিলে ভোট দেওয়ার জন্য আসছি। নারী ভোটার আয়েশা বেগম জানান, টিভি খুললেই দেখতাম খবরে দেখাচ্ছে ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে তখন ছেলে মেয়েদের জিজ্ঞেস করতাম ইভিএম কি তখন ছেলে মেয়েরা আমাকে বুজিয়ে বলত। আজ সেই ইভিএম এর মাধ্যমে ভোট দিতে পেরে খুব আনন্দিত লাগছে। নারী ভোটার শামসুন নাহার জানান, ভোট দিতে আসার কারণ হচ্ছে সংসার ছেলে মেয়ে আর পরিবারের রেখে বাসা থেকে বের হওয়া সম্ভব হয়না আজকে ভোট দিতে এসে ছোট বেলার অনেক প্রিয় বান্ধবীদের সাথে দেখা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আরেক নারী ভোটার সুলতানা খানম জানান, ছোট মেয়েকে সাথে নিয়ে এসেছি দুইটি কারণে প্রথমটি হচ্ছে ইভিএম এ জীবনের প্রথম ভোট দিলাম আর দুই নাম্বার কারণ হচ্ছে সবার সাথে দেখা হওয়া কথা হওয়া কারণ সব সময় ত আর সবাই একসাথে হওয়া সম্ভব না। উল্লেখ্য দিরাই পৌরসভার ২১ হাজার ৩৭৯ জন ভোটার আজ ২৮ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভোট দেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিলেটের গোয়াইনঘাট রাতারগুল হারাচ্ছে পর্যটন আকর্ষণ : কমছে পর্যটক

Share the post

Share the postআবুল কাশেম রুমন, সিলেট: সিলেটের অতি পরিচিত পর্যটন কেন্দ্র হচ্ছে রাতারগুল। যা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আসতে দেখা যায়। বিগত কয়েক মাস ধরে রাতারগুল পর্যটন কেন্দ্রে তেমন লোক সমাগম নেই। যে পর্যটন দেখার জন্য উপরে নীল আকাশ আর নিচে সবুজ পানি মিলে অপূর্ব এই প্রাকৃতিক লীলাভূমির প্রতি দুর্বার আকর্ষণে সারাদেশ […]

হবিগঞ্জের সাবেক মেয়র আতাউর রহমান সেলিম গ্রেফতার

Share the post

Share the postস্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব ২। গত মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থানায় হস্থান্তর করে র‌্যাব-২। বিষয়টি  নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন , তিনি বলেন, র‌্যাব-২ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর […]