ইয়াবা মামলার ভয় দেখিয়ে টাকা ছিনতাই, এসআইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Share the post

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ওই থানার দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই ব্যবসায়ী।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে সীতাকুণ্ড থানায় দণ্ডবিধির ১৭০/৩৯৫ ধারায় এই মামলা দায়ের করা হয়।মামলায় দুই পুলিশ সদস্য বাদে বাকি যে ৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন রিপন (৩৫), হারুন (৩৩), রাজু (২৫)। তিনজনই পুলিশের সোর্স হিসেবে পরিচিত।

এই মামলার প্রধান দুই আসামিকে রাতেই গ্রেপ্তার দেখিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে তাদের সীতাকুণ্ড থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সীতাকুণ্ড থানার এই দুই পুলিশ সদস্য হলেন এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম। তারা দুই জনই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর আবু জাফর নামে জামালপুরের এক ব্যবসায়ী পুরাতন ট্রাক কেনার উদ্দেশ্যে সীতাকুণ্ড আসেন। গাড়ি মনমতো না হলে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসের টিকেট করে কাউন্টারে অপেক্ষা করতে থাকেন তিনি। এমন সময় এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম উক্ত ব্যবসায়ীকে তল্লাশি করে পকেটে ইয়াবা পাওয়া গেছে বলে তাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলে।

এরপর তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে কিছুদূর গিয়ে গাড়ি কেনার জন্য তার সাথে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এই ঘটনায় পরদিন (২১ ডিসেম্বর) ওই ব্যবসায়ী পুলিশ সুপার (এসপি) বরাবর অভিযোগ করেন।

পরে ওই ব্যবসায়ীর অভিযোগ তদন্তের জন্য সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমকে নির্দেশ দেন জেলা পুলিশ সুপার।

তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সীতাকুণ্ড প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে ফোরকান সভাপতি কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

Share the post

Share the postচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২০২৬ ইং) দৈনিক যুগান্তর’ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সাংবাদিক এস এম ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময় ‘ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি আব্দুল্লাহ আল   কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  সকালে সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ্য সীতাকুণ্ড প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে এ […]

জমি দখল নিতে রোপণকৃত ২০ শতক জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ আনসার সদস্যের বিরুদ্ধে

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি: চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিমছড়ি মৌলভীপাড়া ধান রোপনকৃত ফসলি জমি নষ্ট করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছ কক্সবাজার, কুতুবদিয়া  নিয়োজিত আনসার প্রশিক্ষক মোছলেহ উদ্দীন এর বিরুদ্ধে। ভুক্তভোগী ওসমান গণি জানান, গত ১৪-০৯-২৪ ইং বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় অবৈদ অস্ত্রশস্ত্র  সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার রোপিত ধান্য […]