গ্রীন মার্ট’ টিম চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শেষ হল হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অনক্যাম্পাস প্রোগ্রাম
মোঃ আদিব রহমান ( মাভাবিপ্রবি প্রতিনিধি ): আজ ২১ এ ডিসেম্বর রোজ সোমবার প্রকাশ করা হল হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অনক্যাম্পাস এর চ্যাম্পিয়ন ও রানার্স আপদের নাম।গতকাল ১৯ এ ডিসেম্বর রোজ শনিবার হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অনক্যাম্পাস ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আর. এইচ. এম. আলাওল কবির, তিনি রিসার্চ ও ইনোভেশন এর সিনিয়র কনসালটেন্ট আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্টের টিম লিডার; মেকানিক কই এর সিওও প্রসেনজিৎ বিশ্বাস; টেট্রার সহপ্রতিষ্ঠাতা এবং হাল্ট প্রাইজের রিজিওনাল ফাইনালিস্ট মুবাশ্বির তাহমিদ এবং মাভাবিপ্রবির ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম। আর এই পুরো আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল মেকানিক কই, আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, দেশ সংবাদ, দি বিজনেস স্ট্যান্ডার্ড ও চ্যানেল ২১। এবং রেডিও পার্টনার হিসেবে ছিল রেডিও কার্নিভাল। কনটেন্ট পার্টনার হিসেবে ছিল আপস্টার্টারস। পিচ ডেকে নিজেদের আইডিয়া জমা দেওয়ার পরে মোট পাচটি টিমকে ফাইনালে নেওয়া হয়। তারা হলঃ Team Abitious, Green House, Team Contraption, Green Mart এবং Eco Revolution. পরে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে Rule Breakers নামে একটি টিম ফাইনালে স্থান পায়। গতকাল বিচারকদের সামনে তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করে টিমগুলো। তারপর সবদিক বিবেচনা করে বিচারকরা চ্যাম্পিয়ন হিসেবে Green Mart কে ঘোষনা করে। আর রানার্স আপ হিসেবে ঘোষনা করা হয় Green House ও Rule Breakers কে। চ্যাম্পিয়ন দল রিজিওনাল পর্যায়ে অংশগ্রহন করবে। তার আগে তাদেরকে গ্রুম করা হবে হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির পক্ষ থেকে। Green Mart এর দলনেতা ছিলেন সাবরিনা আক্তার, আর অন্য সদস্য ছিলেন শাহানাজ পপি ও জান্নাত ফাতেমা। তারা এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত। Green House এর দলনেতা ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, আর অন্য সদস্য ছিলেন সামিয়া তাসনিম ও মেহেদী হাসান শাহেদ। তারা ফার্মেসী বিভাগে অধ্যয়নরত। আর Rule Breakers এর দলনেতা হিসেবে ছিলেন ফয়সাল আহমেদ, আর অন্য সদস্যরা ছিলেন শিরিন রহমান শিলা, সালমা জাহান মিথিলা এবং আবদুর রহমান। তারা ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে অধ্যনরত। চ্যাম্পিয়ন দলের দলনেতা তার চ্যাম্পিয়ন হওয়ার পর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন,”হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাসের বিজয়ী হওয়া প্রথমদিকে অবিশ্বাস্য মনে হয়েছিল। অর্জনের অনুভূতি ব্যাখ্যা করাটা জটিল। যেকোন কিছু অর্জন করার জন্য থাকতে হয় একনিষ্ঠতা কারন Hard work pays off. আমরা বিশ্বাস করতাম লেগে থাকলে লক্ষ্য অর্জন করা সম্ভব। চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অনেক আনন্দের সেই সাথে একটা বড় দায়িত্ব। আশা করি রিজিওনাল পার্টিসিপেন্ট হিসেবে মাভাবিপ্রবি জন্য গৌরব বয়ে নিয়ে আসতে পারবো”। তারা ভিন্ন ভিন্ন বিষয়কে লক্ষ্য করে তাদের নিজেদের টিমকে সাজিয়েছিল। প্রত্যেকটি টিমই ফাইনালে তাদের আইডিয়াগুলোকে উপস্থাপন করে। হাল্ট প্রাইজের এবারের চ্যালেঞ্জ ছিল ফুড ফর গুড। ফাইনালিস্ট দলগুলো চ্যালেঞ্জের উপরে তাদের সুন্দর, সাবলীল ও সৃজনশীল আইডিয়াগুলো উপস্থাপন করে। এইবার মাভাবিপ্রবিতে দ্বিতীয় বারের মত আয়োজিত হল শিক্ষার্থীদের নোবেল খ্যাত হাল্ট প্রাইজের অনক্যাম্পাস প্রোগ্রাম। আর গতকাল ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সাথে সফলভাবে শেষ হয় মাভাবিপ্রবি হাল্ট প্রাইজ ২০২০-২১ এর অনক্যাম্পাস প্রোগ্রাম। এখন চ্যাম্পিয়ন টিম Green House অংশ নেবে রিজিওনাল পর্বে। এবং তারা রিজিওনাল পর্যায়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের হয়ে সবার সামনে প্রতিনিধিত্ব করবে।