প্রধানমন্ত্রীর সাহসের কল্যানেই হয়েছে পদ্মাসেতু-পরিকল্পনামন্ত্রী

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে ঋণের আশ্বাস দিয়ে, অনেকেই সরে গিয়েছিল। কিন্তু আমরা হতাশ হইনি, থেমে থাকিনি নিজেদের অর্থায়নেই পদ্মাসেতুর কাজ শেষ হয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সাহসের জন্য। জাতির জনক বঙ্গবন্ধুর পর এমন সাহসী রাস্ট্রনায়ক বাংলাদেশে ছিলেন না। তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীরও একটি পক্ষপাতিত্ব আছে, এটি গরিবের পক্ষ। তিনি চান, নতুন সকল প্রকল্প হোক ভাটির, চরের, উপকূলের এবং পাহাড়ের বঞ্চিত মানুষের কল্যানে। শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের হাউজিং এস্টেটে জেলা পরিষদ ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছে। যা এই উপমহাদেশের বড় দেশগুলোই পারে নি। তিনি বলেন, বাংলাদেশকে এখন আর দরিদ্র বলা চলবে না। বাংলাদেশের মানুষ এখন তিন বেলা পেট ভরে খেতে পারে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা সবুজ কান্তি দাস ও ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজনের সঞ্চালনায় সমাবেশে এছাড়াও বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড.অবনী মোহন দাস, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, ছাতকের আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ সাজিনুর রহমান, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হোসেন আলী। সভায় স্বাগত বক্তব্য দেন- সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এরআগে মন্ত্রীকে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। উদ্যোক্তরা সুধী সমাবেশের আয়োজন করলেও সকাল থেকে এই আয়োজন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে যোগদেন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এক পর্যায়ে হাজার হাজার মানুষের সমাবেশে পরিনত হয় আয়োজন। সমাবেশ চলে বিকাল ৫ টা পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তি সহজ করার লক্ষ্যে নতুন অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ পেইজের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর […]

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদুকের অ়ভিযান

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। এতে নেতৃত্ব দেন দূর্নীতি […]