নারী ও শিশু নির্যাতন এবং যৌণ হয়রানির প্রতিরোধে যুব সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি: নারী ও শিশুর প্রতি জেন্ডারভি্ওক নির্যাতন এবং যৌণ হয়রানি প্রতিরোধে পুরুষ ও কিশোরিদের অংশগ্রহণে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেল কক্ষে ব্র্যাকের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা মাধ্যমিক অফিসার মো.জাহাঙ্গীর আলম,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আজিজুল ইসলাম,ব্রাকের আঞ্চলিক কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ,কর্নিকার মুক্ত স্কাউটস গ্রæপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন প্রমুখ। সভা বক্তারা বলেন নারী ও শিশুদের নির্যাতন ও যৌণ হয়রানি প্রতিরোধে পুরুষ ও নারীদের সংযুক্তকরন নেটওয়ার্ক তৈরী করে পুরো জেলায় নারী সহিংসতায় সচেতনতা বাড়াতে হবে। এছাড়া সকল ধরনের যৌন হয়রানির ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন ও অপরাধ হিসেবে মুল্যায়ন করে দ্রত্ব্য বস্থানেয়।নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ তথা সবাইকে এগিয়ে আসার পাশাপাশি সামাজিকভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।