কিশারগঞ্জের হাওরের অলওয়েদার সড়কটির বেহাল দশা, চলাচলে দুর্ভোগ

Share the post

আকিব হৃদয়, কিশারগঞ্জ : কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক সামাজিক যাগাযাগ মাধ্যম দেশজুড়ে ভাইরাল। সড়কটি ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হলেও মাত্র দুই বছরে পাটাতন সরে গছ, সষ্টি হয়েছে ৪ টি সেতুর দুই পাশে বড় বড় গর্ত। সড়কের বহাল দশায় ভোগান্তিতে সাধারণ লোকজন। এদিকে, নির্বাহী প্রকৌশলী মা. আমিনুর রহমান বলছেন সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানা হয়েছে। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজলার বাঙ্গালপাড়া ইউনিয়ন থেকে একই ইউনিয়নের প্রত্যান্ত নোয়াগাও গ্রাম। ওই গ্রামের পাশ দিয় বয়ে যাওয়া মেঘনা নদী পাড় হলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার চাতলপাড়। দুই বছর আগে ৪৪ কাটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার অলওয়েদার সড়ক নির্মাণ করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সড়কটির অনেক জায়গায় দু’পাশের পাটাতন সরে গেছে এবং ৪ টি সতুর পাশে বড় বড় গর্তের সষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী বলছেন, নিম্নমানের কাজ হওয়ায় সড়কটি দুই বছরে ভেঙ্গ গেছে এবং আগামী বর্ষার আগে সড়কটি সংস্কার করা না হলে সড়কপথে চলাচল করতে পারবে না বলে আশংকা এলাকাবাসীর। দ্রত সময়ে সড়কটি ভেঙ্গ যাওয়ায় হতাশ হয়ে স্থানীয় বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ, অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক ভুইয়া, বলেছন, যে ঠিকাদার প্রতিষ্ঠানেরা এ সড়কের কাজটি করেছন তাদের দিয়ে পুনরায় সড়কটি সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছ জানত চাইলে, মো. আমিনুর রহমান, নির্বাহী প্রকশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ তিনি বলেন, প্রাকতিক দুর্যোগে সড়কটি কম সময়ে ভেঙ্গ গেছে। তবে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানা হয়েছে। হাওরর উনয়ন কাজ এভাবে দুর্নীতি হলে সরকারের টেকসই উনয়ন সম্ভব হবে না বলে মন করছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা।

Share the post

Share the postমোঃ রুবেল: ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ।স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের ৬৪ টি জেলায় ও ৮ বিভাগের চলোমান কর্যক্রম। চট্টগ্রাম বিভাগীয় কমিটি নিয়ে নতুন পথ চলার দায়িত্ব তুলে দেওয়া হল। একের কাঁদে অন্য হাত,মানবতার বাঁধন টিকে থাক,এই স্লোগানকে বুকে লালন করে একদণ তরুণ স্বেচ্ছাসেবক মানবতার […]

চন্দনাইশে মানবতার ফেরিওয়ালার পক্ষ থেকে এক নারীকে সেলাই মেশিন উপহার

Share the post

Share the postমোঃ রুবেল খান, চট্টগ্রাম:চন্দনাইশের মধ্যম হাশিমপুর ৪নং ওয়ার্ডের মোজাহের পাড়ার বাসিন্দা মুন্নি নামে এক নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।