কিশারগঞ্জের হাওরের অলওয়েদার সড়কটির বেহাল দশা, চলাচলে দুর্ভোগ
আকিব হৃদয়, কিশারগঞ্জ : কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক সামাজিক যাগাযাগ মাধ্যম দেশজুড়ে ভাইরাল। সড়কটি ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হলেও মাত্র দুই বছরে পাটাতন সরে গছ, সষ্টি হয়েছে ৪ টি সেতুর দুই পাশে বড় বড় গর্ত। সড়কের বহাল দশায় ভোগান্তিতে সাধারণ লোকজন। এদিকে, নির্বাহী প্রকৌশলী মা. আমিনুর রহমান বলছেন সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানা হয়েছে। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজলার বাঙ্গালপাড়া ইউনিয়ন থেকে একই ইউনিয়নের প্রত্যান্ত নোয়াগাও গ্রাম। ওই গ্রামের পাশ দিয় বয়ে যাওয়া মেঘনা নদী পাড় হলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার চাতলপাড়। দুই বছর আগে ৪৪ কাটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার অলওয়েদার সড়ক নির্মাণ করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সড়কটির অনেক জায়গায় দু’পাশের পাটাতন সরে গেছে এবং ৪ টি সতুর পাশে বড় বড় গর্তের সষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী বলছেন, নিম্নমানের কাজ হওয়ায় সড়কটি দুই বছরে ভেঙ্গ গেছে এবং আগামী বর্ষার আগে সড়কটি সংস্কার করা না হলে সড়কপথে চলাচল করতে পারবে না বলে আশংকা এলাকাবাসীর। দ্রত সময়ে সড়কটি ভেঙ্গ যাওয়ায় হতাশ হয়ে স্থানীয় বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ, অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক ভুইয়া, বলেছন, যে ঠিকাদার প্রতিষ্ঠানেরা এ সড়কের কাজটি করেছন তাদের দিয়ে পুনরায় সড়কটি সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছ জানত চাইলে, মো. আমিনুর রহমান, নির্বাহী প্রকশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ তিনি বলেন, প্রাকতিক দুর্যোগে সড়কটি কম সময়ে ভেঙ্গ গেছে। তবে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানা হয়েছে। হাওরর উনয়ন কাজ এভাবে দুর্নীতি হলে সরকারের টেকসই উনয়ন সম্ভব হবে না বলে মন করছেন এলাকাবাসী।