কিশারগঞ্জের হাওরের অলওয়েদার সড়কটির বেহাল দশা, চলাচলে দুর্ভোগ

Share the post

আকিব হৃদয়, কিশারগঞ্জ : কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক সামাজিক যাগাযাগ মাধ্যম দেশজুড়ে ভাইরাল। সড়কটি ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হলেও মাত্র দুই বছরে পাটাতন সরে গছ, সষ্টি হয়েছে ৪ টি সেতুর দুই পাশে বড় বড় গর্ত। সড়কের বহাল দশায় ভোগান্তিতে সাধারণ লোকজন। এদিকে, নির্বাহী প্রকৌশলী মা. আমিনুর রহমান বলছেন সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানা হয়েছে। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজলার বাঙ্গালপাড়া ইউনিয়ন থেকে একই ইউনিয়নের প্রত্যান্ত নোয়াগাও গ্রাম। ওই গ্রামের পাশ দিয় বয়ে যাওয়া মেঘনা নদী পাড় হলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার চাতলপাড়। দুই বছর আগে ৪৪ কাটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার অলওয়েদার সড়ক নির্মাণ করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সড়কটির অনেক জায়গায় দু’পাশের পাটাতন সরে গেছে এবং ৪ টি সতুর পাশে বড় বড় গর্তের সষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী বলছেন, নিম্নমানের কাজ হওয়ায় সড়কটি দুই বছরে ভেঙ্গ গেছে এবং আগামী বর্ষার আগে সড়কটি সংস্কার করা না হলে সড়কপথে চলাচল করতে পারবে না বলে আশংকা এলাকাবাসীর। দ্রত সময়ে সড়কটি ভেঙ্গ যাওয়ায় হতাশ হয়ে স্থানীয় বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ, অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক ভুইয়া, বলেছন, যে ঠিকাদার প্রতিষ্ঠানেরা এ সড়কের কাজটি করেছন তাদের দিয়ে পুনরায় সড়কটি সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছ জানত চাইলে, মো. আমিনুর রহমান, নির্বাহী প্রকশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ তিনি বলেন, প্রাকতিক দুর্যোগে সড়কটি কম সময়ে ভেঙ্গ গেছে। তবে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানা হয়েছে। হাওরর উনয়ন কাজ এভাবে দুর্নীতি হলে সরকারের টেকসই উনয়ন সম্ভব হবে না বলে মন করছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রমে শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের শুভাবির্ভাব উৎসব

Share the post

Share the post মিলন বৈদ্য শুভ, হাটহাজারী, চট্রগ্রাম : হাটহাজারী নন্দীরহাট নেহালপুর শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমে যোগাচার্য পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের শুভাবির্ভাব উৎসব উপলক্ষে গৌর দোল পূর্ণিমা তিথিতে দুই দিনব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ও ১৪ মার্চ আয়োজিত এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গুরুপূজা, বিশ্বশান্তি প্রার্থনা, মনোজ্ঞ […]

তেঁতুলিয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি’র পণ্য বিতরণ করছেন না টিসিবি ডিলারগণ

Share the post

Share the postপঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলার সাতটি ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি পণ্য বিতরণ করছেননা কতিপয় টিসিবি ডিলারগণ। সময়মত টিসিবি পণ্য না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কার্ডধারীদের। বৃহস্পতিবার (১৩ মার্চ) তেঁতুলিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে খোঁজখবর নিলে এমন তথ্য পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা […]