ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

Share the post

ঢাকা: একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।

রোববার সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ ফেব্রুয়ারি।

এরপর দুই দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে। প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ মার্চ। বাকি দুটি যথাক্রমে ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষ করে ঢাকায় ফিরবে দুই দল। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ এবং ১১ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ১২ মার্চ ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

Share the post

Share the post ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি। […]

দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Share the post

Share the post চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই ভেন্যুকেই ঘরের মাঠ বানিয়েছে ভারত। টানা পাঁচ ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা, যে সুবিধা পায়নি আয়োজক পাকিস্তানও।     […]