ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে
ঢাকা: একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।
রোববার সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ ফেব্রুয়ারি।
এরপর দুই দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে। প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ মার্চ। বাকি দুটি যথাক্রমে ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষ করে ঢাকায় ফিরবে দুই দল। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ এবং ১১ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ১২ মার্চ ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে।