‘শুধু আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়’

Share the post

তালীমুল কুরআন মাদ্রাসায় সুচিন্তার চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সংগঠনটির বিভাগীয় সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী পরিচালক শামসুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক।

তিনি বলেন, আমাদের সন্তানরা কী করে সেটা আমাদের দেখতে হবে। তাদের প্রতি নজরদারি বাড়াতে হবে। আমরা যদি প্রত্যেকে সচেষ্ট না হই, তাহলে জঙ্গিবাদ নির্মূল করা শুধু আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষে সম্ভব হবে না। মাদ্রাসায় শিক্ষিত ছেলে মেয়েরা যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য মদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার দিকে জোর দেয়া খুবই গুরুত্বপূর্ণ।

এডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, বাঙালি জাতির গণতান্ত্রিক, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংসের ষড়যন্ত্রে যারা লিপ্ত, সেসব চরমপন্থী ও স্বাধীনতাবিরোধী শক্তির মোকাবিলায় সুচিন্তা সদা-তৎপর।

সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা আবু ছাবের, ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমরান, আবু হাসনাত চৌধুরী, ডা. হোসেন আহমেদ, এস আই আজাদ হোসেন, কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ হাফেজ, নেজাম উদ্দিন সুলতানী, মোঃ মাহমুদুল হক, সামশুল হক সহ প্রমুখ।

সমাবেশ শেষে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে মুজিববর্ষকে স্বাগত জানানো হয়।

শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তরপর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর যুগ্ম সমন্বয়ক সৌরভ মুৎসুদ্দী, সদস্য সুমন মাহমুদ ও সৌরভ কুমার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]