ভারতকে বাদ দিয়ে অবাধ বাণিজ্য চুক্তি

Share the post

আন্তর্জাতিক ডেস্ক  :   গত আট বছর আগে ২০১৩ সালে ভারতই রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি-এর মাধ্যমে আঞ্চলিক অবাধ বাণিজ্যের উদ্যোগ নিয়েছিল। কিন্তু বছর খানেক আগে একাধিক বিষয়ের ফয়সালা না হওয়ায় চুক্তি-পর্ব থেকে ওয়াকআউট করেছিল ভারত।

এবার ভারতকে বাদ দিয়েই অবাধ বাণিজ্য চুক্তি করল চিন-সহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়‌ ১৫টি দেশ। তবে ভারত এই চুক্তিতে স্বাক্ষর না করলেও দিল্লির জন্য পথ খোলা রাখা হয়েছে। প্রয়োজনে পরেও এই চুক্তিতে যোগ দিতে পারবে ভারত। ভারত চুক্তিতে অন্তর্ভুক্ত হতে লিখিত আবেদন করলে তা নিয়ে আলোচনা করা হবে।

এই চুক্তিতে আশিয়ান গোষ্ঠীভুক্ত যে দশটি দেশ রয়েছে সেগুলি হল-ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ,ফিলিপিনস ,সিঙ্গাপুর ,থাইল্যান্ড ,ভিয়েতনাম ,মায়ানমার, লাওস ,ব্রুনেই, কম্বোডিয়া। এগুলি ছাড়া রয়েছে চিন ,জাপান ,দক্ষিণ কোরিয়া ,অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

এই সব দেশগুলিতে বাস করেন গোটা বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ লোক আর মোট জিডিপির ২৯ শতাংশ আসে এইসব দেশগুলিতে থেকেই। এবারে এই চুক্তির মাধ্যমে তাদের মধ্যে বাণিজ্য কর কম লাগবে এবং তা এই করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত বছর খানেক আগে আরসিইপি নিয়ে আলোচনা থেকে সরে এসে ছিল ভারত। কারণ প্রধানত আশঙ্কা ছিল, এইভাবে কম শুল্কে বিদেশি পণ্য ভারতে ভিতরে ঢুকে যাবে। তার ফলে মার খেতে পারে দেশিয় শিল্প।

যদিও ভবিষ্যতে ভারত তাদের সঙ্গেই থাকবে বলে আশা করছে বিভিন্ন দেশ। তবে এই চুক্তিতে চিনের প্রভাব বেশি থাকায় এবং সীমান্ত নিয়ে উত্তেজনা থাকায় ভারতের পক্ষে আদৌ যোগ দেওয়া কতটা সম্ভব হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

 

 

কলকাতা /সি21

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

২৮ বছর পর যেকারণে হামাসের সাথে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র

Share the post

Share the post২৮ বছর পর প্রথমবারের মতো হামাসের সাথে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই চঞ্চল্যকর তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হামাসকে শেষবারের মতো সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, যদি অনতিবিলম্বে ইজরায়েলের সমস্ত বন্দিদের মুক্তি দেওয়া না হয় তাহলে, গাজায় নারকীয় পরিস্থিতি তৈরি হবে। নিষিদ্ধ ঘোষণা করা কোন সংগঠনের সাথে সাধারণত যোগাযোগ করে না […]

নার্স ভারতীয় শুনেই, মেরে নার্সের মুখের হাড় গুঁড়িয়ে দিল রোগী!

Share the post

Share the postযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পামস ওয়েস্ট হাসপাতালে সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূত ৬৭ বছর বয়সী নার্স লীলাম্মা লালকে আক্রমণ করেছেন ৩৩ বছর বয়সী রোগী স্টিফেন স্ক্যান্টলেবুরি। আক্রমণের সময় স্ক্যান্টলেবুরি লীলাম্মাকে মারধর করে তার মুখের হাড় ভেঙে দেন। মেরে মুখের হাড় গুঁড়ো করে দিয়েছেন। চোখের অবস্থাও আশঙ্কাজনক। দৃষ্টিশক্তি কার্যত হারাতে বসেছেন। আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন […]