

সাহাব উদ্দিন ভূঞাঁ ।। ফেনী প্রতিনিধি : সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু। তিনি ছাতা প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী আরিফুল হোসাইন ভূঞা রুবেল মাছ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।
শহর ব্যবসায়ী সমিতির কার্যালয়ের উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ করা হয়। এতে করে ২২২ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ২১৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়নুল কবির শামীম ফলাফল ঘোষণা করেন।
এসময় নির্বাচন কমিশন সদস্য অ্যাডভোকেট নুর হোসেন ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী ছাড়াও শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কোন প্রতিদ্বন্ধী না থাকায় সভাপতি সহ ১৬টি পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় জয়ী হয়েছেন। তারা হলেন সমিতির সভাপতি পদে বর্তমান সভাপতি ইসমাইল হোসেন খোকন, সহ-সভাপতি পদে অনিল বণিক, জালাল উদ্দিন বাবলু, খোরশেদ আলম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক পদে সুজন বণিক, সাংগঠনিক সম্পাদক পদে সাহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ পদে রাজীব পাল, প্রচার সম্পাদক পদে শ্যামল সেন, ধর্ম সম্পাদক (মুসলিম) পদে জহিরুল ইসলাম পিন্টু, ধর্ম সম্পাদক (হিন্দু) পদে উত্তম সেন, নির্বাহী সদস্য পদে অর্জুন বণিক, বিকাশ বণিক, শিমুল বণিক, স্বরূপ মল্লিক, নজরুল ইসলাম মামুন।