নগরের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম: নগরের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই ফ্রী ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুল কায়ুম, সাবেক মহিলা কাউন্সিলর ফেরদৌসী আকবর, যুবলীগ নেতা টিটু মল্লিক, নারী নেত্রী বিবি মরিয়ম, ওয়াহিদ মুরাদ রাসেল, রায়হান উদ্দিন রুবেল, ইমতিয়াজ বাবলা, নেছার বিন ফয়সাল, মাসুদুল করিম জিকু, মো. রানা, বেলাল হোসেন, রেজাউল করিম বাবলু, শাহজাহান বাপ্পি, মো. রুবেল, মো. সাজ্জাদ, মিন্টু আহমেদ, আলী নুর, ইব্রাহিম খলিল, হোসেন মুরাদ, জাবেদ খান, মাসুদ আরাফাত প্রমুখ।