বরগুনায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩
বরগুনার আমতলীতে বাসচাপায় মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নুপুর বেগম, তার ছেলে হাসিব এবং লামিয়া নামে এক কিশোরী।
পুলিশ জানায়, সকালে অটোরিকশায় করে হলদিয়া ইউনিয়ন থেকে আমতলীতে রওনা হন স্কুলশিক্ষার্থী নিশাত, তার মা নুপুর ও চাচাতো বোন লামিয়া। আমতলীর একে স্কুলের সামনে এলে বেপরোয়া গতিতে আসা মায়ের দোয়া নামের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান।
এসময় আরও চারজন পথচারী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক।