“sheba.xyz” এর লিডারদের সাথে অনুষ্ঠিত হল “হাল্ট টক উইথ লিডারস” এর চতুর্থ পর্ব

Share the post
মোঃ আদিব রহমান(মাভাবিপ্রবি প্রতিনিধি)
২৮ই সেপ্টেম্বর হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির উদ্যোগে “হাল্ট টক উইথ লিডারস” অনুষ্ঠানটির চতুর্থ সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনটি হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রতি চারদিন পরপর সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাত ৮ টায়। এই সেশনগুলোতে বিভিন্ন উদ্যোক্তাদের অতিথি হিসেবে নিয়ে এসে তাদের কাছ থেকে শোনা হবে তাদের পথ পাড়ি দেওয়ার গল্প, অভিজ্ঞতা। সঙ্গে তাদের উপদেশ, পরামর্শ তো থাকছেই। এই পুরো আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে মেকানিক কই? এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, দেশ সংবাদ, দি বিজনেস স্ট্যান্ডার্ড, চ্যানেল ২১। আর রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও কার্নিভাল।
আজ “হাল্ট টক উইথ লিডারস” এ অতিথি হিসেবে ছিলেন sheba.xyz এর সিইও ও সহ-প্রতিষ্ঠাতা আদনান ইমতিয়াজ হালিম এবং সিওও ও সহ-প্রতিষ্ঠাতা ইলমুল হক সজিব। তারা তাদের সেবা কিভাবে মানুষের দোরগোরায় পৌছে দিয়ে নিজেদেরকে সফল উদ্যোক্তা করে গড়ে তুলেছেন তার গল্প, তাদের কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে, তাদের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন।
আজকের সেশনে sheba.xyz এর খুঁটিনাটি সহ তাদের সেবা কিভাবে সারাদেশে পৌছে যাচ্ছে তা নিয়ে আলোচনা করেন। তারা কিভাবে সেবার ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক সার্ভিসিং থেকে হোম এপ্লায়েন্স সরবরাহ এবং বিভিন্ন জিনিসের ডেলিভারি অনবরত করে যাচ্ছেন তা নিয়েও ধারণা দেন সেশনে অংশগ্রহণকারী উদ্যোক্তা হতে ইচ্ছুক সবাইকে। তারা ব্যবসার আরও বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
হাল্ট প্রাইজ ফাউন্ডেশন ইতিমধ্যেই এই বছরের চ্যালেঞ্জের বিষয়বস্তু ঘোষণা করেছে। হাল্ট প্রাইজের এই বছরের বিষয়বস্তু “ভালোর জন্য খাদ্য: পরিবর্তনের জন্য খাদ্যকে যানবাহনে রুপান্তর।” যেখানে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ৭টি লক্ষ্য নিয়ে সরাসরি কাজ করা যাবে। আর কিছুদিনের মধ্যে এই বছরের চ্যালেঞ্জও ঘোষণা করতে যাচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। গতবার মাভাবিপ্রবিতে উল্লেখযোগ্য হারে অনক্যাম্পাস প্রোগ্রামে অংশ নিয়েছিল মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এবং মাভাবিপ্রবি থেকে বিজয়ী দল অংশ নেয় রিজিওনাল সামিটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গাজীপুরে দেশের তৃতীয় বৃহত্তম শপিং মলে ওয়ালটনের শোরুম উদ্বোধন

Share the post

Share the postগাজীপুরের টঙ্গীর ক্যাপিটা ইন্টারন্যাশনাল টাইমস স্কয়ার বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শপিং মলে দেশের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।রোববার বিকেলে টঙ্গী স্টেশন রোডে অবস্থিত এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র সুপারস্টার আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, এক্সিকিউটিভ ডিরেক্টর […]

মুন্সিগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

Share the post

Share the postমোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত(২০) যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত আনুমানিক নয়টার দিকে মহাসড়কের  ঢাকামুখী লেনে ভিটিকান্দী এলাকার পলি কেবল ইন্ডাস্ট্রিজ সামনে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে ঘোষণা করে। স্থানীয় ও হাসপাতাল […]