সৈয়দপুরে বিমান বন্দর এলাকায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু
রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর জেলার সৈয়দপুরে বিমান বন্দর এলাকায় এক স্কুল শিক্ষার্থীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম মোঃ সালাহউদ্দিন(১৪)। আজ শুক্রবার(২৫সেপ্টেম্বর) দুপুরে বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু ঘটে। ঘটনার সুত্রে জানা যায়, সৈয়দপুর বিমান বন্দর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মোঃ নুর ইসলামের একমাত্র সন্তান বাঙ্গালী পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ সালাহউদ্দিন(১৪)বাড়ির সামনে আঙ্গিনায় দাঁড়িয়ে থাকার সময় প্রচন্ড আওয়াজে বজ্রপাত হলে তার মৃত্যু হয়। একমাত্র সন্তানের মৃত্যুতে তার পিতা মাতার কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। সেই সঙ্গে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একজন তরুণের অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত তার পরিবার। তাই এই দূর্যোগ পূর্ণ আবহাওয়ায় নিরাপত্তার সাথে পথ চলার আহবান জানান এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিরা।